ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিএনপির দুই এমপি প্রার্থীসহ ৩ জনকে শোকজ

সিরাজগঞ্জে বিএনপির দুই এমপি প্রার্থীসহ ৩ জনকে শোকজ

সিরাজগঞ্জে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে দুটি আসনের বিএনপির দুই এমপি প্রার্থীকে শোকজ নোটিশ করা হয়েছে। এ নোটিশ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। এছাড়াও বেসরকারী ও সরকারী চাকুরী বিধি ভঙ্গের অভিযোগে এক কলেজ অধ্যক্ষকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানদের স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

শোকজ নোটিশ প্রাপ্তরা হলেন— সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী (ধানের শীষ) সেলিম রেজা ও তার ছোট ভাই অধ্যক্ষ মহসিন রেজা বিপু এবং সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী (ধানের শীষ) এম, আকবর আলী।

সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শারমিন আক্তার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সিরাজগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহীনুর আলম নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, গত ১২ জানুয়ারি সকালে গান্দাইল ইউনিয়নের উদগাড়ি বাজার এলাকায় বকুল চেয়ারম্যানের বাড়িতে একই আসনে বিএনপি মনোনীত সেলিম রেজার পক্ষে তার ভাই চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহসিন রেজা বিপু উপজেলার অন্যান্য কলেজের অধ্যক্ষদের নিয়ে সভা করেছেন। যা রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৬ (গ) ও ১৮ ধারার লঙ্ঘন ও এখতিয়ার বহির্ভূত।

ওই নোটিশে কেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান অন্তে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না তা জানতে চাওয়া হয়েছে। এজন্য আগামী ২৫ জানুয়ারি বেলা ১২টায় অনুসন্ধান ও বিচারকি কমিটির কার্যালয়ে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য অথবা ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যর্থতায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ২১ জানুয়ারীতে স্বাক্ষরিত ওই নোটিশ জারি অন্তে কাজিপুর থানার ওসিকে নোটিশকারীর নিকট প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ২২ জানুয়ারি সিরাজগঞ্জ-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও শাহজাদপুর আদালতের সিভিল জজ শানু আকন্দ স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নির্ধারিত দিনের ৩ দিন আগে ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম, আকবর আলীর স্ত্রী মিসেস লায়ন মোমেনা আলী বিশাল প্যান্ডেল সাজিয়ে কাজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসমাবেশ ঘটিয়ে মাইকে নির্বাচনী প্রচার করেছেন এবং যা রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচার হওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন।

ওই নোটিশে কেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান অন্তে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না তা জানতে চাওয়া হয়েছে। এজন্য আগামী ২৭ জানুয়ারি দুপুরে অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য অথবা ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যর্থতায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ওই নোটিশ জারি অন্তে উল্লাপাড়া থানার ওসিকে নোটিশকারীর নিকট প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আজম ও কাজিপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার প্রার্থী ও কলেজ অধ্যক্ষের শোকজের নোটিশ জারি করা হয়েছে এবং এ বিষয়ে অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

সিরাজগঞ্জ,বিএনপি,এমপি প্রার্থী,শোকজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত