মানিকগঞ্জের সাটুরিয়ায় সন্ত্রাস বিরোধী মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাটুরিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকর্মীরা হচ্ছেন- সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬) সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক (৪৫) সাটুরিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন (৫৪) সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বি (২৬)।
উল্লেখ্য, গত ২ জুলাই ঢাকা আরিচা মহাসড়কে সরকার বিরোধী একটি মিছিল বের করেন নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম। এ ঘটনায় ওই দিন রাতেই সাটুরিয়া থানার এসআই আবু রায়হান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে আসামি দেখিয়ে তাদেরকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।