ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় সরকারি কাজে বাধা, গ্রেপ্তার ৪

সাটুরিয়ায় সরকারি কাজে বাধা, গ্রেপ্তার ৪

মানিকগঞ্জের সাটুরিয়ায় থানা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ

মঙ্গলবার ( ৮ জুলাই) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম।

এর আগে, সোমবার রাতে সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী বাদী হয়ে পাঁচজন আসামির নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনের নামে মামলা করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার উত্তর কাউন্নরা গ্রামের মো. আছর উদ্দিন (৫০) রেফাত ইসলাম (১৭) রুজিনা বেগম (৪৫) ও আজরিন আক্তার (১৯)।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাকা (৪৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক (৪৫), সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগে সভাপতি মো. হেলাল উদ্দিন (৪৮) ও গোলাম রাব্বিসহ (২৩) চারজনকে সোমবার বিকেলে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে থানা পুলিশ।

সোমবার সন্ধ্যা ৮টার দিকে তাদের প্রিজনভ্যানে করে আদালতে নেওয়ার সময় সাটুরিয়া থানা গেট থেকে গ্রেফতারকৃত চার আসামিসহ পুলিশের প্রিজনভ্যান অবরুদ্ধ করে রাখেন গোলাম রাব্বির পরিবারসহ এলাকাবাসী। এ সময় আসামি গোলাম রাব্বীর মা রুজিনা আক্তার ও তার স্ত্রী আজরিন আক্তার পুলিশের প্রিজনভ্যান অবরুদ্ধ করে প্রিজনভ্যান গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে। এ ঘটনার জেরে থানার সামনে হট্টগোলের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাউদ্দিন বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এদের মধ্যে মহিলাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সরকারি কাজ,বাধা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত