ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

১২ ঘণ্টার ব্যবধানে সোনার দাম বেড়ে নতুন রেকর্ড

১২ ঘণ্টার ব্যবধানে সোনার দাম বেড়ে নতুন রেকর্ড

দেশের বাজারে সোনার দাম ১২ ঘণ্টার ব্যবধানে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, কিছুটা কমানোর পরিপ্রেক্ষিতে আবারও সোনার দাম বৃদ্ধি করা হয়েছে।

দেশের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৬ হাজার ২৯৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই মূল্য পরিবর্তন করা হয়েছে। নতুন দাম শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হবে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন রেকর্ড,সোনার দাম,১২ ঘণ্টার ব্যবধান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত