ঢাকা শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নামি তারকাদের ব্যাংক হিসাব ‘ব্লক’ করল এনবিআর

নামি তারকাদের ব্যাংক হিসাব ‘ব্লক’ করল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সময়মতো কর পরিশোধ না করায় ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে। প্রকাশিত এক প্রজ্ঞাপনে দেখা গেছে, এই তালিকায় রয়েছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও আহমেদ শরীফের মতো তারকারা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, “বিভিন্ন কর অঞ্চল থেকে যারা নির্ধারিত সময়ের মধ্যে আয়কর দেননি, তাদের হিসাব জব্দ করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন পরিশোধ করে দিয়েছেন, কেউ কেউ সময় চেয়েছেন। কর পরিশোধ হলেই জব্দাদেশ তুলে নেওয়া হবে।”

কর অঞ্চল-১২ থেকে চলতি মাসের ১৫ জুন প্রকাশিত একটি প্রজ্ঞাপনে ২৫ জন করদাতার নাম উল্লেখ করে তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। কর ফাঁকি বা বিলম্বিত পরিশোধই এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানা গেছে।

তালিকায় উল্লেখযোগ্য নামগুলো:

মৌসুমী (চিত্রনায়িকা)

বাপ্পারাজ (অভিনেতা ও নির্মাতা)

নুসরাত ফারিয়া (অভিনেত্রী ও উপস্থাপিকা)

সাবিলা নূর (অভিনেত্রী)

আহমেদ শরীফ (খল-অভিনেতা)

তারকাদের কোনো মন্তব্য নেই দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় মৌসুমীর বক্তব্য পাওয়া যায়নি। অন্য তারকারাও এ বিষয়ে এখনো গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।

এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কর আদায়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এনবিআর,তারকা,ব্যাংক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত