ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আল জাজিরা দেখলেই পুলিশে ধরিয়ে দিতে বললেন ইসরায়েলি মন্ত্রী

আল জাজিরা দেখলেই পুলিশে ধরিয়ে দিতে বললেন ইসরায়েলি মন্ত্রী

ইসরায়েলে নিষিদ্ধ টেলিভিশন চ্যানেল আল জাজিরা দেখলেই তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

বৃহস্পতিবার (১৯ জুন) এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আল জাজিরা ইসরায়েলের জন্য জাতীয় নিরাপত্তার হুমকি। কেউ এই চ্যানেলের সম্প্রচার দেখলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।'

'আল জাজিরা জাতীয় নিরাপত্তার হুমকি' বেন-গভির আরও বলেন, 'আল জাজিরাকে সংবাদ প্রচারের অনুমতি দিলে তা দেশের নিরাপত্তাকে বিপন্ন করবে। ইসরায়েলি নাগরিকদের উচিত, কেউ যদি চ্যানেলটি দেখে, তাহলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া।'

২০২4 সালের মে মাসে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে আল জাজিরার সব সাংবাদিক, ক্যামেরাপারসন ও প্রযোজকের কার্যক্রম বন্ধ করে দেয়। তারও আগে জানুয়ারিতে ফিলিস্তিন কর্তৃপক্ষ পশ্চিম তীরে আল জাজিরার কার্যক্রম নিষিদ্ধ করে।

তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও আল জাজিরা আরবি এবং আল জাজিরা মুবারাশ সীমিত পরিসরে ইসরায়েলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

সমালোচনা ও উদ্বেগ মন্তব্যটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থাগুলো একে সংবাদমাধ্যমের উপর চরম হুমকি হিসেবে দেখছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল এই ধরনের অবস্থান নিয়ে মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতায় বড় ধরনের হস্তক্ষেপ করছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

আল জাজিরা,চরম ডানপন্থী,নিরাপত্তামন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত