ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তিই যুদ্ধ বন্ধের একমাত্র পথ: ইরান

ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তিই যুদ্ধ বন্ধের একমাত্র পথ: ইরান

ইরান-ইসরায়েল সংঘাত প্রতিদিন ভয়াবহ রূপ নিচ্ছে। পাল্টাপাল্টি হামলায় দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই অবস্থায় সংঘাত নিরসনে আন্তর্জাতিক চাপের মুখেও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে-ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি ছাড়া যুদ্ধ বন্ধের আর কোনো উপায় নেই।

শুক্রবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন,

'ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তিই সংঘাত বন্ধের একমাত্র উপায়। তারা আগ্রাসন অব্যাহত রাখলে, আমাদেরও পাল্টা পদক্ষেপ চালিয়ে যেতে হবে।'

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'হামলা চালালে আমাদের কঠোর জবাব পেতে হবে। এর ভয়াবহ পরিণতি হামলাকারীদের ভোগ করতে হবে।'

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিষয়ে সরাসরি হামলার সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন,

'আলোচনা হতে পারে, আবার নাও হতে পারে। ইরানে হামলার সিদ্ধান্ত আগামী দুই সপ্তাহের মধ্যে জানাবেন ট্রাম্প।'

অন্যদিকে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করলেও কোনও সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। বরং দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

শুক্রবার, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তেহরানে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। একইদিনে ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালায়, যার মধ্যে হাইফায় ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন আহত হন। বিরশেবায় একাধিক ভবন, যানবাহন ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়।

ইরান দাবি করেছে, তারা বিরশেবার সামরিক গোয়েন্দা ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইসরায়েল ইরানে বিমান হামলা জোরদার করেছে, যার একটি হামলায় দেশটির আরও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আবারও ইরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে,

'এই সংঘাতে তৃতীয় কোনো পক্ষ জড়ালে তার পরিণতি হবে ভয়াবহ।'

সূত্র: মেহের নিউজ, তাসনিম, তাস, আল-আরাবিয়া, আনাদোলু এজেন্সি.

ইসরায়েল,যুদ্ধ বন্ধ,ইরান,মেহের নিউজ,তাসনিম,তাস,আল-আরাবিয়া,আনাদোলু এজেন্সি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত