ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

পুতিন-জিনপিংয়ের নববর্ষের শুভেচ্ছা বিনিময়

পুতিন-জিনপিংয়ের নববর্ষের শুভেচ্ছা বিনিময়

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন বিশ্বের প্রভাবশালী দুই নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। খবর সিনহুয়ার।

কূটনৈতিক ও ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় আজ বুধবার (৩১ ডিসেম্বর) এই শুভেচ্ছা বিনিময় করেন তারা।

নববর্ষের শুভেচ্ছা বার্তায় জিনপিং চীনা সরকার ও চীনা জনগণের পক্ষ থেকে পুতিন ও রুশ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

২০২৫ সালকে জাতিসংঘের ৮০তম বার্ষিকী উল্লেখ করে জিনপিং বলেন, চীন ও রাশিয়া জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের মহান যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করেছে, যা একটি শক্তিশালী বার্তা দেয় যে শান্তি বিরাজ করবে, ন্যায়বিচার বিরাজ করবে এবং জনগণ বিরাজ করবে।

তিনি আরও বলেন, চীন ও রাশিয়া জাতিসংঘ এবং অন্যান্য বহুপাক্ষিক কাঠামোর মধ্যেও একে অপরকে সমর্থন করেছে, বিশ্ব ব্যবস্থা উন্নত করার প্রচেষ্টায় অবদান রেখেছে।

২০২৬ সালকে চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ৩০তম বার্ষিকী এবং চীন-রাশিয়া সু-প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী উল্লেখ করে তিনি বলেন, ২০২৬-২০২৭ সালকে চীন-রাশিয়া শিক্ষাবর্ষ হিসেবে মনোনীত করা হবে।

বিপরীতে পুতিন জিনপিংকে আন্তরিক নববর্ষের শুভেচ্ছা জানান এবং চীনা জনগণের সুখ ও মঙ্গল কামনা করেন। ২০২৫ সাল রাশিয়া-চীন একটি নতুন যুগের জন্য সমন্বয়ের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের গতি বজায় রেখেছে এবং ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে উল্লেখ করে পুতিন বলেন যে, তারা ২০২৫ সালে দুবার দেখা করেছেন, যৌথভাবে জার্মান নাৎসিবাদ এবং জাপানি সামরিকবাদের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করেছেন এবং গুরুত্বপূর্ণ ঐকমত্যের একটি সিরিজে পৌঁছেছেন।

পুতিন আরও বলেন, রাশিয়া ও চীন সক্রিয়ভাবে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণ করেছে, বড় বড় সহযোগিতামূলক প্রকল্পগুলি ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক ভিসা অব্যাহতি কর্মী বিনিময়কে ব্যাপকভাবে সহজতর করেছে।

আগামী বছরে দুই দেশ যৌথভাবে রাশিয়া-চীন শিক্ষাবর্ষ শুরু করবে বলে জানিয়ে পুতিন বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রধান আন্তর্জাতিক বিষয়গুলিতে শি'র সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার জন্য তার প্রস্তুতি ব্যক্ত করেছেন।

আবা/এসআর/২৫

পুতিন-জিনপিং,নববর্ষ,শুভেচ্ছা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত