ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজারে ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।

আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

জাতিসংঘ মহাসচিব আগামীকাল বাংলাদেশে আসছেন জানিয়ে তিনি বলেন, ‘বিকেল ৫টায় বাংলাদেশের মাটিতে পা রাখবেন জাতিসংঘের মহাসচিব। ১৪ মার্চ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। ওইদিন ১ লাখ রোহিঙ্গার সঙ্গে অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস ইফতার করবেন।’

আগামী শনিবার জাতিসংঘের মহাসচিব জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন আবুল কালাম আজাদ মজুমদার।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশে চলতি বছরের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্স অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে বৈশ্বিক প্রেক্ষাপটে নতুন করে রোহিঙ্গা ইস্যু হাইলাইট করা সম্ভব হবে।’

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর বিষয়ে তিনি বলেন, ‘শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সবার কাছে দোয়া চাচ্ছি।’

প্রধান উপদেষ্টা,মহাসচিব,জাতিসংঘ,রোহিঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত