ঢাকা রোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আট বিভাগেই ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আট বিভাগেই ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আট বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দিনাজপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, ফেনী এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগ ও রংপুর বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদুতাপপ্রাবহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এছাড়া আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি সপ্তাহজুড়ে দেশের প্রায় সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোসহ ভারী বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এমন পরিস্থিতিতে নদীপথে চলাচল, মাছ ধরাসহ যেকোনো নৌযাত্রায় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

আবা/এসআর/২৫

ঝড়,পূর্বাভাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত