ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হতাশায় শেষ হলো নাসার মিশন

হতাশায় শেষ হলো নাসার মিশন

কিছুদিন আগে চাঁদের উদ্দেশে স্যাটেলাইট পাঠিয়েছিল নাসা। তবে উৎক্ষেপণের পরপরই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় হতাশাজনকভাবে মিশনটি শেষ হয়েছে বলে জানিয়েছে নাসা। ‘লুনার ট্রেইলব্লেজার’ নামে চাঁদের স্যাটেলাইট পাঠানোর এ মিশনটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ৩১ জুলাই। মিশনটি সফলভাবে শেষ না হওয়ায় এর যাত্রা অসম্পূর্ণই রয়ে গিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি গত মঙ্গলবার বলেছে, কয়েক মাস আগে উৎক্ষেপণের পরপরই স্যাটেলাইটটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিল তারা। নাসার ‘ইন্টুইটিভ মেশিনস’ নামের স্যাটেলাইটটি ছিল ‘আইএমণ্ড২’ মিশনের অংশ, যেটি ২৬ ফেব্রুয়ারি ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হয়েছিল।

উৎক্ষেপণের প্রায় ৪৮ মিনিট পরে পরিকল্পনা অনুসারে ‘লুনার ট্রেলব্লেজার’ সফলভাবে রকেট থেকে আলাদা হয়ে যায়। রাত ৮টা ১৩ মিনিটে স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনায় অপারেটররা। তবে পরের দিন দুই দিকেরই যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং দলটি আর যোগাযোগ স্থাপন করতে পারেনি। স্যাটেলাইটটি একেবারে বন্ধ হয়ে যাওয়ার আগে অপারেটররা যেটুকু তথ্য পেয়েছেন তাতে দেখা গিয়েছে, স্যাটেলাইটের বিভিন্ন সোলার প্যানেল ঠিকমতো সূর্যের দিকে ছিল না। ফলে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে বন্ধ হয়ে যায় স্যাটেলাইটটি।

নাসা সদর দপ্তরের বিজ্ঞান মিশন বিভাগের সহযোগী প্রশাসক নিকি ফক্স বলেছেন, ‘আমরা যা আশা করেছিলাম তেমনটি না হলেও লুনার ট্রেইলব্লেজারের মতো মিশন থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে কম খরচে ছোট বিভিন্ন স্যাটেলাইট নিয়ে কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ অভিজ্ঞতা আমাদের ঝুঁকি কমিয়ে আনতে ও নতুন ধরনের বৈজ্ঞানিক গবেষণায় সাহায্য করবে, বিশেষ করে যখন আমরা চাঁদে মানুষের স্থায়ী বসবাসের প্রস্তুতি নিচ্ছি তখন। ‘এ মিশনে নিষ্ঠার সঙ্গে কাজ করা ও শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য লুনার ট্রেইলব্লেজার দলটিকে ধন্যবাদ।’

এনজ্যাজেট লিখেছে, ২০২৫ সালে চাঁদে যাওয়ার জন্য পরিকল্পিত বেশ কয়েকটি বাণিজ্যিক মহাকাশযানের মধ্যে একটি ছিল লুনার ট্রেইলব্লেজার মিশন। এর উদ্দেশ্য ছিল, চাঁদের পৃষ্ঠে সম্ভাব্য পানির উপস্থিতিকে উচ্চ-রেজোলিউশনের মানচিত্রে দেখানো এবং সেই পানির পরিমাণ কত, সেটি কী রকম অবস্থায় রয়েছে ও সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়েছে তা মূল্যায়ন করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত