ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সাম্যবাদী মহারাজা

মাসুম হাসান
সাম্যবাদী মহারাজা

ধূমকেতুর মতো আবির্ভাব এক দেবশিশুর

নক্ষত্রের মতো আলোকিত দুটি চোখ,

মানবতার জয়গানে বলিষ্ঠ কণ্ঠস্বর আজন্ম প্রতিবাদী

হিমালয়ের মতো সদা অবিচল চির উন্নত শির-

নন্দিত মহানায়ক তূখোড় বিপ্লবী এক মহাবীর,

আমরণ সত্য ন্যায়ের পূজারী ছিলেন মানবহিতে মশগুল

আপসহীন কাণ্ডারি আমার প্রাণের প্রিয় নজরুল।

মুক্ত বিহঙ্গের মতো স্বাধীন চিত্তের এক অগ্রপথিক

চির দুঃখ বিলাসী প্রাণ নাম তার দুখু মিয়া-

অসাম্প্রদায়িক চেতনার অদম্য সিংহ পুরুষ সাম্যবাদী মহারাজা,

মহামিলনের উদাত্ত্ব আহ্বানে টগবগে খুন এক প্রত্যয়ী স্বপ্নচারী

যুগসংস্কারক সদা জাগ্রত একনির্ভিক অতন্ত্র প্রহরী,

অপ্রতিরোধ্য সিপাহশালার সে যে বেহেস্তী দুলদুল

জলের মতো সরলমনা আমার কালজয়ী নজরুল।

তরুণী হৃদয়ে কাঁপন তোলা সে এক জাদুকর সুপুরুষ

সাহিত্যাকাশে চির অম্লান বিমূর্ত লাল সূর্য,

প্রকৃতির মতো উদার, নিষ্কলুষ, তারুণ্য দুর্বার-

সে যে মূর্তিমান বিভীষিকা দানবমানব অসুরের ভয়

রক্ত চক্ষু শোষণ-পীড়ন তবু মাথা নোয়াবার নয়,

শাশ্বত প্রেমী আমার গানের পাখি বুলবুল

মাটির মতো খাঁটি মানুষ প্রাণের প্রিয় নজরুল ॥

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত