মহাকালের কবি তুমি
মহাকালের কবি
তোমার চোখে এঁকেছিলে
স্বাধীনতার ছবি
আকাশ বাতাস মুখরিত
কবিতার বুলবুল
ধুমকেতু হয়ে উঠেছিলে জ্বলে
আমাদের নজরুল
গল্প কাব্য যতো লেখা
সবই মানবতার গান
মুসলিম বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান
এক দেহ এক প্রাণ
স্বার্থন্বেষীর বিরুদ্ধে যে
তুমিই হও সেচ্চার
বিদ্রোহী কবি তোমার মতো
বলো হবে কেউ আর?