ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শেষ বিকেলের আলো

আব্দুল আহাদ
শেষ বিকেলের আলো

শেষ বিকেলের ভালোবাসা

কেউ পায় কেউ বা হারায়

এই তো নিয়তির খেলা ঘর,

হারার চলে গেলই বুঝি

শেষ বিকেলের আলো মায়া।

আলো বুঝি চাহিল না মোরে

আসলেই বুঝি সেই অন্ধকার

এমন মায়া দিলেই বা কেন!

তাঁরার এই ভুবন মায়ায়

দৃষ্টি থাকতেও দেখি যে অন্ধকার।

অন্ধকারে দেখে সবাই

সেই জ্বোনাকি আলো ছোঁয়া

আমার বেলায় আসে কেন!

সেই শেষ বিকেলের আলো

এটাই বুঝি পাওনা আমার।

পাওনাই পাওনাই হলাম রিনি

শেষ বিকেলের আলোর মায়ায়

প্রাপ্তি ছিল অনেক দূর,

কোন সে মায়াই গেলে দূরে

শেষ বিকেলের আলো।

শেষ বিকেলে লুকাইবে প্রাণ

শূন্যতার সেই হাতছানিতে

শূন্য ভুবন হত পূর্ণ,

আসিতেই যদি সেই শেষ বিকেলে

পূর্ণতায় ভাসতাম আমি সেই

শেষ বিকেলের আলোয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত