আমাকে নিয়ে কেউ হিংসার বারুদে জ্বলে উঠলে
আমি তো ভালোবাসি
কেননা সমালোচনাকারীদের জন্য
আমার বাতায়ন উন্মুক্ত।
আমি তাদের কপট হাসি পর্যবেক্ষণ করি
কেননা নির্বুদ্ধিতার পরিধি জানি আমি!
যখন তারা সমালোচনার দুর্গন্ধে খেলা করে
তখন নিজেকে রাখি ব্যস্ত-
বিরক্ত করি না তাদেরকে।
যখন তারা পরস্পর ফিসফিসানিতে মত্ত
বুঝে নেই ষড়যন্ত্রে তারা এগিয়েছে বেশ।
কোন এক গভীর রাতে যখন
তারা আমাকে হত্যা করবে বলে ভাবে
আমি তখন যুদ্ধের শক্তি ও সাহস অর্জন করতে থাকি।
এক সময় আমার নাম খ্যাতি
মুছে দিতে চাইলে
আমি হেসে উঠি এবং বলতে থাকি লজ্জা, লজ্জা!
হে দানবেরা, জেনে রাখো -
আমাকে কাঁদানো সহজ নয়
কারন আমি রূপকথার পাখি,
নিশ্চিহ্ন করা কঠিন।