আমি তোমার কথা রেখেছি,
শুনেছি বারণ,
জানিনা কি ছিলো ভুল,
কি ছিলো কারণ।
কি কারণে অভিমানে
গাল ফোলালে তুমি,
নিষেধাজ্ঞার কবলে পরে
কষ্ট পাচ্ছি আমি।
মন হরণির চোখ হরিণী
তাকাও কেমন করে,
দৃষ্টি তোমার ধনুক হয়ে
এ বুকে তীর ছোড়ে।
রূপে আগুন মন যে পাথর
পারিনি বুঝতে,
তাইতো পুরে বিরহ দহনে
হচ্ছে যে বাঁচতে