ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফটিকছড়িতে উদ্ধার মেছোবাঘ চিড়িয়াখানায়

ফটিকছড়িতে উদ্ধার মেছোবাঘ চিড়িয়াখানায়

ফটিকছড়ির লোকালয়ে আসা মেছোবাঘটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন- গতকাল শুক্রবার বিকালে মেছোবাঘটি হস্তান্তর করা হয়। এরআগে গতকাল শুক্রবার সকালে ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজার সংলগ্ন রহমত বাড়িতে কৃষক মুহাম্মদ ইয়াকুবের পাতানো ফাঁদে আটকা পড়েছিল এ মেছোবাঘ। ফাঁদে আটকে থাকা বন্যপ্রাণীটি দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বাঘটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা। কৃষক ইয়াকুব জানান, প্রতিদিন রাতে তার হাঁস-মুরগি খেয়ে ফেলতো মেছোবাঘটি। তাই সে ফাঁদ পেতে রাখে, আর সেই ফাঁদেই ধরা পড়ে প্রাণীটি। এটির ওজন আনুমানিক ১৫ কেজি হতে পারে। স্থানীয়রা প্রাণীটির শরীরের গঠন ও আচরণ দেখে এটিকে মেছোবাঘ বলে সনাক্ত করেন। নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম জানান, এটি মেছোবাঘ, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রাণীটি হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত