ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঐতিহ্যবাহী কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সারাদিনব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উত্তম কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, কালকিনি উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না আক্তার, সাবেক কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত