ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গতকাল দেবহাটা সদর ইউনিয়নের ৯টা ওয়ার্ড বিএনপির আয়োজনে টাউনশ্রীপুর ঈদগাহ ময়দানে বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম (সিরাজ)। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম ও দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মতিন বকুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, সাবেক থানা যুবদলের সহ-সভাপতি শেখ তরিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, সাবেক উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল সানা, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা অ্যাড. আমিনুর ইসলাম আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর কবির পল্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মাদ আলী, সাবেক ইউপি সদস্য সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলাম, সখিপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ও উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সাজু পারভীন, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, উপজেলা শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান, সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হুদা রন্ট্রি, বিএনপি নেতা মুনসুর আলী প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত