ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পিস্তল ও গুলিসহ যুবক আটক

পিস্তল ও গুলিসহ যুবক আটক

দিনাজপুরে এক রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ছাদেকুল ইসলাম (৪১) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা। গতকাল শনিবার ভোর রাত ৪ টার দিকে সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের শংকরপুর সোনাহার পাড়ার মো. ছাদেকুল ইসলামের বসতবাড়ির ভেতর থেকে এই এ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়। আটক ছাদেকুল ইসলাম ওই এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান জানান- মেজর তানভীরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ছাদেকুল ইসলামের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় একটি পিস্তল এক রাউন্ড গুলিসহ পাওয়া যায়। এ সময় উদ্ধারকৃত দেশীয় পিস্তলটি এক রাউন্ড গুলিসহ জব্দ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত