ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা ৫ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল রোববার ওই হাসপাতাল ফটকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসক ডা. ইফাজ আল শাওন, ডা. সৈকত মাহমুদ, ডা. রায়হান খন্দকার, ডা. শোয়েব শাহরিয়ার, শিক্ষার্থী আল আরাফাত, আসাদুল্লাহ আল মারুফ প্রমুখ। তারা বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা ঘোষণা দেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকরী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে অনেক রোগী বিপাকে পড়েন। জরুরি বিভাগ চালু থাকায় ও অন্যান্য বিভাগ বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে অনেক রোগী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত