ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির মা বিষয়টি টের পেয়ে গত বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটির পরীক্ষা নিরীক্ষা শেষে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করেন। পরে খবর পেয়ে পুলিশ রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার উপ-পরিদর্শক কাজী রিপন সরকার। এ বিষয়ে শিশুটির মা জানান, তিনি পাক্কার মাথা এলাকার একটি রাবার ফ্যাক্টরিতে কাজ করেন। প্রতিদিনের মতো গত বুধবার সকালে মা রাবার ফ্যাক্টরিতে কাজে গেলে সন্ধ্যায় বাসায় ফিরেন। বাসায় এসে দেখেন শিশুটি চিৎকার করলেও মা প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। পরে রাতে শিশুটির চিৎকার ও রক্তক্ষরণ দেখে বুঝতে পারে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত