ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে দৌলতখান উপজেলার মদনপুরের চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জালনোট উদ্ধার করা হয়। আটক ডাকাতরা হলেন- আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) এবং লোকমান (৪২)। আটকৃত সবাই মদনপুর চরের বাসিন্দা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে মদনপুর চরে বিশেষ অভিযান পরিচালনা করে সেখান থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জাল ৯ হাজার টাকাসহ ৩ জন ডাকাতকে আটক করা হয়েছে।