জমি নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতো ভাই-বোনের মাঝে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
গতকাল শনিবার ভোরে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের হাতিরঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তররা হলেন- উপজেলার কুতুপালং এলাকার নাজীর হোসেনের পুত্র আবুল ফজল বাবুল (৩৭) ও তার দুই সহোদর মাহমুদুল হক (৩০) এবং রায়হান (১৯)।