ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সাতছড়ি উদ্যানে কালো ভালুক সতর্ক থাকার পরামর্শ

সাতছড়ি উদ্যানে কালো ভালুক সতর্ক থাকার পরামর্শ

হবিগঞ্জ জেলার চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে মহাবিপন্ন এশিয়ান কালো ভালুকের তিনটি বাচ্চাসহ দেখা মিলেছে। এজন্য পাহাড়ের আদিবাসী ও পর্যটকদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে বন বিভাগ। সম্প্রতি ভালুকটি জাতীয় উদ্যানের জলাশয়ে পানি পান করতে এলে স্থানীয় এক চিত্রশিল্পী এর ছবি ধারণ করেন। এছাড়াও সাতছড়ির পাশের তেলমাছড়া, রসুলপুর ও শালটিলায় ৩টি বাচ্চাসহ একে ঘুরতে দেখেছেন স্থানীয় আধিবাসীরা। এর আগেও সাতছড়ি বনে ভালুকটিকে দেখা গেছে। এবার দেখা গেল বাচ্চাসহ।

এসব তথ্য নিশ্চিত করে তেলমাছড়ার বন কর্মকর্তা সাদেকুর রহমান বলেন- বাচ্চাসহ ভালুকটি তেলমাছড়া ও শালটিলায় বিচরণ করছে। সাতছড়িতেও আসছে-যাচ্ছে। আইইউসিএনের জরিপে মহাবিপন্ন এই প্রাণী সবসময় মানুষকে এড়িয়ে চলাফেরা করে। তারপরও বাচ্চা সঙ্গে থাকলে এরা অনেকটা হিংস্্র আচরণ করে বিধায়- পর্যটক ও পাহাড়িদের চলাচলে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে।

প্রসঙ্গত- উপমহাদেশে ভালুকের ৪টি প্রজাতি ছিল। এর মধ্যে ৩টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যেত। এগুলোর একটি হলো- মহাবিপন্ন প্রজাতির এশিয়ান কালো ভালুক।

সাতছড়ি বন্যপ্রাণি রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ বলেন- আমাদের ভিলেজার হারিস দেববর্মার মাধ্যমে আমরা প্রথম সাতছড়িতে এ ধরনের ভালুক থাকার বিষয়টি জানতে পারি। পরে আমরা অনুসন্ধান করে সত্যতা পাই। এখন মাঝেমধ্যে ভালুকটিকে দেখা যাচ্ছে।

এটি বিরল প্রাণী। এটির সংরক্ষণে আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি। পর্যটকদের উদ্যানের ভেতরে প্রবেশে নিরাপত্তাঝুঁকি থাকার বিষয়টি সতর্ক করেছি। তবে এখন পর্যন্ত কেউ এর দ্বারা আক্রান্ত হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত