বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বগুড়া জেলায় শহিদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহিদ পরিবারদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক হাসনা আফরোজা। ১৫ জন শহিদ পরিবারকে জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ২ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের প্রতি আমরা চিরঋণী। তাদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। এ রক্তঝরা ইতিহাস জাতির স্মৃতিতে যুগ যুগ ধরে মাইলফলক হিসেবে গেঁথে থাকবে।