ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াতের ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

জামায়াতের ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলার রুকনদের দিনব্যাপী শিক্ষা বৈঠক আল-হেলাল সোসাইটি মিলনায়তনে সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি এএসএম বদরুদ্দোজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের তত্ত্বাবধায়ক একেএম শামসুদ্দিন। শিক্ষা বৈঠকে কোরআন থেকে দারস পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মুফতি মাওলানা ফারুক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন- ফেনী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, ফেয়ার আহমেদ মজুমদার প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত