গাজীপুর মহানগরের পূবাইলে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও পরে কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ ও কিশোরগঞ্জ জেলার সব দরবার শরীফের পীর, আলেম ওলামা, মুরিদ, ভক্ত, আশেকানরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন দরবার ও খানকা শরীফ হতে আগত বিভিন্ন পীর মাশায়েখরা বক্তব্য দেন। বক্তারা বলেন, আমরা যারা তরিকাপন্থি তারা শান্তিপ্রিয়। মাওলানা রইস উদ্দিনকে মব জাস্টিজের মাধ্যমে হত্যা করা হয়েছে। বাংলাদেশে আইন যদি থাকে তবে সে আইন সুন্দরভাবে পুলিশের মাধ্যমে প্রয়োগ করতে হবে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুন। আজকে শান্তিপ্রিয় তরিকা পন্থিদের মজলুমে রূপান্তর করা হচ্ছে। আপনারা লক্ষ লক্ষ কোটি মানুষকে মজলুমে রুপান্তর করবেন না। মজলুমের কান্নাকে ভয় করুন। মজলুমের কান্না কোন জায়গায় আঘাত করে আপনারা সবাই জানেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিদ্দীকিয়া দরবার শরীফের পীরজাদা মৌলানা মো. শফিকুল ইসলাম সিদ্দীকি সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত, কিশোরগঞ্জ, বৌলাই তরফিয়া দরবার শরীফের সাজ্জাদনশীন পীরজাদা সৈয়দ ইয়াছিন সাহেব, পীরজাদা মোবাশ্বীর হাসান ফয়সাল চকমতি দরবার শরিফ, মুফতি রুহুল আমিন, আব্দুল হক ফকির, আলহাজ্ব রিয়াজউদ্দিন মাস্টার, মাওলানা রুমান আশরাফী, আশরাফুল ইসলাম, শাহ মোহাম্মদ বাতেন শাহ, পীরজাদা আসলাম শাহ প্রমুখ পীর মাশায়েখরা। মানববন্ধনটি সঞ্চালনা করেন মাওলানা মুফতি বোরহান উদ্দিন জালালী যুগ্ন সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত কিশোরগঞ্জ।