ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

বাংলাদেশ বিচর বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় বিচার বিভাগের জন্য সুপ্রীমকোর্টের অধীন পৃথক সচিবালয় করত অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রাদনসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭মণ্ড১২তম প্রেডভুক্ত করা এবং বিদ্যমান ক্লকপদ বিলুপ্ত করে যুযোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিযোগবিধি প্রণয়েনের দাবিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল সোমবার দেশব্যাপি সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। জেলা প্রতিনিধিদেও পাঠানো তথ্য-

নওগাঁ : জেলা দায়রা জজের নিচ তলায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি হাফিজুল হাসান শুভ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ও বিভাগীয় সমন্বয়ক হারুন অর রশিদ রানা, খন্দকার রেজোয়ান ও মোত্তাকিম রানাসহ অন্যরা। এ সময় আদালতের সব কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেয়। ২ ঘণ্টা সব কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তীতে পড়তে হয় আদালতে সেবা নিতে আসা মানুষদের। বক্তারা বলেন- পূর্ব ঘোষিত কর্মসূচি ২ দফা দাবি বাস্তবায়নে কর্মবিরতী পালন করা হয়। অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদণ্ডপদবি ও বেতন গ্রেড হালনাগাদ হলেও অধস্তন আদালতের সহায়ক কর্মচারীদের ভাগ্যের কোনো উন্নতি নেই। পদোন্নতির ধারা উন্মোচনসহ নতুন পদ সৃজন না হওয়ায় অধিকাংশ কর্মচারীদের পদোন্নতির সুযোগ একেবারেই রুদ্ধ। অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে ৩৮/৪০ বছর চাকরি করেও পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনো ভাবেই কাম্য নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গের একটি বিচার বিভাগ, আর সেখানেই বিচার বিভাগের সহায়ক কর্মচারীরা সবচেয়ে বেশি অবহেলিত ও নিষ্পেষিত। এমন পরিস্থিতিতে বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার উপক্রম। দুই দফা দাবি বাস্তবায়নে সরকারে সুদৃষ্টি কামনা করেন।

মুন্সীগঞ্জ : জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দীন দিদার, কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক আরিফ শিকদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু সাইদ আহম্মেদ, ঢাকা বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুব হাসান মন্টু, অর্থ সম্পাদক সৌমেন চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মামুন প্রমুখ। এ সময় মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অন্যান্য সব কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শরীয়তপুর : জেলা জজ কোর্টের সামেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ান খন্দকার, শরীয়তপুর শাখার সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. সামসুল আলম। কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ান খন্দকার বলেন, দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এক যোগে সারা দেশে এ কর্মবিতরতি পালন করছি। আমরা এ কর্মবিরতি পালনের মধ্যদিয়ে আমাদের ন্যায্য দাবি আদায়ে কর্মসূচি শুরু করলাম। আমাদের দাবি আদায় না হওয়ায় পর্যন্ত পর্যায়ক্রমে এগিয়ে যাব। প্রয়োজনে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করব।

রাজবাড়ী : জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বিচার বিভাগে দায়িত্ব পালন করলেও নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রম এখনও পরিচালিত হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে। এতে তারা বিচার বিভাগের প্রকৃত অংশীদার হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি সৈয়দ আলী আক্কাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তমাল, সহ-সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবলু সরদার, প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, আব্দুল আলিম, নাজির তোফাজ্জেল হোসেন, শামীম আশরাফ, আলামিন হোসেন প্রমুখ।

পাবনা : জেলা জজ ও জুডিশিয়াল আদালতের কর্মচারীরা সকালে কর্ম বিরতি চলাকালে আদালত চত্বরে আয়োজিত এক সমাবেশে শ্রমিক কর্মচারীদের সামনে দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য দেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ স¤পাদক ফয়সাল আহমেদ ডালিম, পাবনা জেলা শাখার সভাপতি মো. আবুল কাশেম গোলাপ, সাধারণ স¤পাদক মোহাম্মদ শাহিন আলম, সহ-সভাপতি মো. সামছুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. মনিরুল ইসলাম, স্টেনোগ্রাফার মো. লুৎফর রহমান প্রমুখ। দুই ঘণ্টা কর্মবিরতি ও সমাবেশে আদালতের সকল কর্মচারিরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল : বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছে টাঙ্গাইলের বিচার বিভাগীয় কর্মচারীরা। এ সময় তারা বিচারিক আদালতের কক্ষে তালা ঝুঁলিয়ে রাখে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর প্রমুখ। বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিমকোর্টের অধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান, বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করার কথাও বলেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত