ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

যমুনা নদীতে জেলের নৌকায় বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই গ্রামের শ্রী মদন হাওলদার (৪৫) ও তার ছোট ভাই সবুজ হাওলদার (৪০)। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। কাজিপুর থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, আপন ২ ভাই প্রতিদিনের মতো গত রোববার বিকালে নৌকাযোগে যমুনা নদীতে মাছ ধরতে যায়। কালো মেঘের তর্জন গর্জনে তারা নৌকা নিয়ে কাজিপুর উপজেলার সীমান্তবর্তী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দেবদাঙ্গা নামকস্থানে অবস্থান নেয়। এ সময় ওই নৌকার ওপর বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যায়।

শোকাহত পরিবারের লোকজন তাদের লাশ ঘটনাস্থলে থেকে উদ্ধার করেছে। এদিকে এ মর্মান্তিক সংবাদে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মো. আকরামুল হক শোকাহত পরিবারের বাড়িতে যান এবং তাদের আর্থিক সহযোগীতা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত