যমুনা নদীতে জেলের নৌকায় বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই গ্রামের শ্রী মদন হাওলদার (৪৫) ও তার ছোট ভাই সবুজ হাওলদার (৪০)। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। কাজিপুর থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, আপন ২ ভাই প্রতিদিনের মতো গত রোববার বিকালে নৌকাযোগে যমুনা নদীতে মাছ ধরতে যায়। কালো মেঘের তর্জন গর্জনে তারা নৌকা নিয়ে কাজিপুর উপজেলার সীমান্তবর্তী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দেবদাঙ্গা নামকস্থানে অবস্থান নেয়। এ সময় ওই নৌকার ওপর বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যায়।
শোকাহত পরিবারের লোকজন তাদের লাশ ঘটনাস্থলে থেকে উদ্ধার করেছে। এদিকে এ মর্মান্তিক সংবাদে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মো. আকরামুল হক শোকাহত পরিবারের বাড়িতে যান এবং তাদের আর্থিক সহযোগীতা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।