সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেয়ার অভিযোগে ১০ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ওই উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আইসিটি পরীক্ষা চলাকালে গত বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল বাতেন, শফিকুল ইসলাম, জাবের আলী, শরিফুল ইসলাম, আবুল কালাম, আকদাস হোসাইন, আনোয়ার ও মোস্তাক আহমেদ।
চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, এসএসসি পরীক্ষা কেন্দ্রে আইসিটি এমসিকিউ পরীক্ষা চলাকালে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন। এমন খবরে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়ে ওইদিন রাতে মামলা করেন। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।