ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বোরো ধান সংগ্রহের উদ্বোধন

বোরো ধান সংগ্রহের উদ্বোধন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল দাউদকান্দি উপজেলা খাদ্যগুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম জাহাঙ্গীর সুমন প্রমুখ।

দাউদকান্দি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জানান, দাউদকান্দি উপজেলা খাদ্য গুদামে এবারের বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি দরে ৪৯২ টন ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্ব্বোচ ৩ টন অর্থাৎ ৭৫ মণ ধান দিতে পারবেন। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম বলেন, এই ধান সংগ্রহ কর্মসূচির মাধ্যমে সরকার কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চায়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। দাউদকান্দিতে কৃষকের পরিমাণ বেশি, তাই আমরা অগ্রাধিকারের ভিত্তিতে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করব। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের কালারকান্দি গ্রামের কৃষক শহিদ মিয়ার কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৩ টন ধান ক্রয় করেছে দাউদকান্দি খাদ্য গুদামের সংশ্লিষ্ট কর্মকর্তরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত