ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

অতীতে টিসিবিতে অনেক অনিয়ম-দুর্নীতি হয়েছে

বললেন টিসিবি চেয়ারম্যান
অতীতে টিসিবিতে অনেক অনিয়ম-দুর্নীতি হয়েছে

গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষ করতোয়ায় জেলার টিসিবি ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (পিএসসি) মোহাম্মদ ফয়সল আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টিসিবি একটি সেবামুলক ব্যবসা। সেবামূলক এই ব্যবসাকে পুঁজি করে অতীতে অনেক অনিয়ম-দুর্নীতি হয়েছে। অনিয়মের সঙ্গে জড়িতদের পরিণতি হয়েছে ভয়াবহ। তাই আগামীতে দোকান যার ব্যবসা তার। প্রতিটি দোকানদার মাসব্যাপি এ ব্যবসা করতে পারবেন। মাসব্যাপি এ ব্যবসা করে তাদের যে মুনাফা হবে তাতেই সংসার চলার পথ তৈরি হবে। তাই প্রতিটি ডিলার যাতে ৮০০ থেকে ১৫০০ কার্ড পান সে ব্যবস্থা সরকার করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য টিসিবির ভোক্তা কার্ডকে স্মাট কার্ডে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে বগুড়ায় টিসিবি ব্যবসায়ীদের কোনো অভিযোগ অনিয়ম সরকারের খাতায় নেই।

কিন্তু একই ওয়ার্ডে একাধিক বা তারও অধিক ডিলার রয়েছে। সরকার একটা নিয়মের মধ্যে ডিলার নবায়নের সুযোগ দিয়েছে। নবায়নে প্রকৃত ব্যবসায়ী কেউ বাদ পড়বেন না। সঠিক তথ্য দেয়া থাকলে তারাই ডিলার থাকবেন। তিনি আরও বলেন, গত রমজানে বগুড়া শহরে ৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি হলেও আসছে ঈদুল আযহায় তা বাড়িয়ে একসঙ্গে পৃথক ১০টি স্থানে ১০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। যাতে ভোক্তারা কোনো অসুবিধায় না পড়েন। কাউকে যেন লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে না হয়।

মত বিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, টিসিবিরি যুগ্ম পরিচালক (আইন শাখা) প্রতাপ কুমার, সহকারী পরিচালক ও বগুড়া অফিস প্রধান সাদ্দাম হোসাইন, ডিলার ফজলুর রহমান প্রমুখ।

পরে প্রধান অতিথি বগুড়ায় টিসিবির ডিলারদের দোকান পরিদর্শন করেন। বগুড়া টিসিবি কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ১ লাখ ৬৩ হাজার ৯৮জন টিসিবির ভোক্তা রয়েছে। এর মধ্যে যাচাই-বাছাইয়ের পর স্মার্টকার্ড নবায়ন হয়েছে ১ লাখ ২১ হাজার ৯০৫টি। যার মধ্যে ৯৭ হাজার ৮২১ জন ভোক্তা স্মার্টকার্ড চালু অবস্থায় হাতে পেয়েছেন বলেও জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত