ঢাকা শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আমবাগানে স্বপ্ন পূরণের আশা

আমবাগানে স্বপ্ন পূরণের আশা

ঝালকাঠির তরুণ উদ্যোক্তা আজিজুল হক তার নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দিত আম বাগান, যা আগামীতে স্থানীয় অর্থনীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। কৃষিভিত্তিক এই উদ্যোগ শুধু তার নিজেরই নয়, আশপাশের অনেক মানুষের জীবিকারও উৎস হয়ে উঠেছে। পড়াশোনা শেষ করে ঢাকায় চাকরি করার সময় ২০১৪ সালে নিজ এলাকায় কিছু করার চিন্তা থেকেই আজিজ শুরু করেন ফলদ বৃক্ষরোপণ। ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংরি গ্রামে বাড়ির পাশে অল্প কিছু পতিত জমিতে বাগান করা শুরু করলেও বর্তমানে তার বাগানের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ বিঘা। এতে রয়েছে ৫টি জাতের সুমিষ্ট উন্নতমানের আম। গাছে গাছে দুলছে হাড়িভাঙ্গা, আম্রপালী, হিমসাগর, কহিতোর ওবং কাঁচামিঠা জাতের আম। একই বাগানে একাংশে রয়েছে জাম, লিচু ও আমরা গাছ। বাগানজুড়ে ফলদ গাছতো আছেই একই সঙ্গে মাছ চাষসহ হাঁস-মুরগি ও গরুর খামার প্রস্তুতে ব্যস্ত সময় পাড় করছেন আজিজুল হক নামের এই উদ্যোক্তা। চলতি মৌসুমে তার বাগান থেকে কয়েক টন আম উৎপাদনের আশা আজিজের। ভবিষ্যতে অনলাইন ও অফলাইন বাজারের মাধ্যমে এই আম সরবরাহ করা হবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। এছাড়া তিনি স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দিয়ে তাদেরও কৃষিতে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে চান।আজিজুল বলেন, শুরুটা সহজ ছিল না। প্রথম দুই-তিন লোকসান গুনতে হয়েছে। কিন্তু পরিবারের উৎসাহ, ধৈর্য আর পরিশ্রমই আজ আমাকে সফলতার অবস্থানে এনেছে। স্থানীয় কৃষি কর্মকর্তার মতে, এই ধরনের উদ্যোগ দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করবে এবং যুবকদের কর্মসংস্থানের নতুন পথ খুলে দেবে। আজিজুলের গল্প প্রমাণ করে, ইচ্ছা আর পরিশ্রম থাকলে নিজ এলাকার মাটিতেই গড়া যায় সাফল্যের ভিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত