সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা এলাকার প্রকৌশলী ইকবাল হোসেন শাহেদের ছাদ বাগান পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ। পরিদর্শনকালে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজিজ উল্লাহ উপস্থিত ছিলেন। গত সোমবার ছাদ বাগান পরিদর্শনকালে কৃষি কর্মকর্তারা ছাদ বাগানে চাষাবাদের পদ্ধতি, ব্যবহৃত প্রযুক্তি ও পরিবেশবান্ধব কৃষি উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, ছাদ বাগান নগর কৃষির একটি সম্ভাবনাময় ক্ষেত্র, যা খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রকৌশলী ইকবাল হোসেন শাহেদ বলেন, ছাদ বাগানটি গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের। তিনি অনেক সময় ও পরিশ্রম দিয়ে এটি ধাপে ধাপে তৈরি করেছেন। আমি শুধু তাকে সহযোগিতা করেছি। আমার মা ছাদে সবজি, ফল, ফুল এবং নানা রকম গাছ লাগিয়ে এটিকে এক অনন্য বাগানে পরিণত করেছেন। বর্তমানে এই বাগান আমাদের পরিবারের জন্য একটি শান্তির স্থান হয়ে উঠেছে। আমাদের ছোট-ছোট বাচ্চারাসহ পরিবারের অন্যান্য সদস্যরা এখানে সময় কাটায়, গাছপালার যত্ন নেয় এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে। ভবিষ্যতে আমরা বাগানটি আরও সমৃদ্ধ করার পরিকল্পনা করছি, যাতে এটি শুধু আমাদের নয়, অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়।
উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ বলেন, ছাদ বাগান আধুনিক নগর কৃষির একটি দারুণ উদাহরণ। আমরা প্রকৌশলী ইকবাল হোসেন শাহেদ এর ছাদ বাগান পরিদর্শন করতে পেরে অত্যন্ত আনন্দিত। তিনি যেভাবে পরিশ্রম ও আগ্রহের সঙ্গে ছাদে সবজি, ফল এবং নানা প্রজাতির গাছের চাষ করেছেন, তা সত্যিই অনুকরণীয়। এটি শুধু তার পরিবারের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করছে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সহায়ক ভূমিকা রাখছে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে সবসময় এমন উদ্যোগকে উৎসাহিত করি এবং প্রয়োজনে কারিগরি সহায়তা প্রদান করি। আশা করি, প্রকৌশলী শাহেদ এর এই উদ্যোগ দেখে অন্যান্যরাও অনুপ্রাণিত হবেন এবং ছাদ বাগান বা নগর কৃষির দিকে আগ্রহী হবেন।