ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস

চলতি বছর এসএসসি পরীক্ষায় হাজীগঞ্জের ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৯৭৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২০০৪ জন। পাশের হার ৬৭.২৯ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন, এ গ্রেড ৭২৫ জন, এ মাইনাস ৪৭০ জন, বি গ্রেড ৩৪৬ জন, সি গ্রেড ২৫০ জন ও ডি গ্রেড ৮ জন এবং অকৃতকার্য হয়েছে ৯৭৪ জন। গত বৃহস্পতিবার সারাদেশে একযোগে সব শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। উপজেলার ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে। এছাড়াও অর্ধেকের নিচে পাশ করেছে ১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ বছর উপজেলায় জিপিএ-৫ এর দিক থেকে সেরা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ২৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ২৩৮ জন। পাশের হার ৯৪.৮২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন, এ গ্রেড ৮৬ জন, এ মাইনাস ৫০ জন, বি গ্রেড ১৯ জন ও সি গ্রেড ৮ জন এবং অকৃতকার্য হয়েছে ১৩ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ২১০ জন শিক্ষার্থী পরক্ষা দিয়ে শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে। পাশকরা শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন, এ গ্রেড ১৩৫ জন, এ মাইনাস ১৮ জন, বি গ্রেড ৯ জন ও সি গ্রেড পেয়েছে ২ জন। তৃতীয় অবস্থানে আল কাউসার স্কুল। এ প্রতিষ্ঠান থেকে ৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৭৭ জন। পাশের হার ৯০.৫৯ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, এ গ্রেড ১০ জন, এ মাইনাস ২৯ জন, বি গ্রেড ১২ জন ও সি গ্রেড ১২ জন এবং অকৃতকার্য হয়েছে ৮ জন। চতুর্থ অবস্থানে রয়েছে বলিয়া উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৭৫ জন। পাশের হার ৮১.৫২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন, এ গ্রেড ২৬ জন, এ মাইনাস ১৮ জন, বি গ্রেড ১০ জন ও সি গ্রেড ৮ জন এবং অকৃতকার্য হয়েছে ১ জন। পঞ্চম অবস্থানে রয়েছে বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৪০ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত