সেশনজট নয়, সময়মতো শিক্ষা গ্রহণই শিক্ষার্থীর অধিকার- এই ঘোষণা দিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান। গতকাল মঙ্গলবার রাবিপ্রবি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা যাতে সময়মতো ডিগ্রি অর্জন করে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে পারে, তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। তিনি বলেন-বিশ্ববিদ্যালয় দিবসের এই প্রতিপাদ্য ‘রাবিপ্রবি দিবসের অঙ্গীকার, সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় আমার অধিকার’ শুধু স্লোগান নয়, এটি আমাদের ভবিষ্যতের প্রতিশ্রুতি। এজন্য আগামী তিন মাসের মধ্যে অতিরিক্ত ক্লাস ও পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। ভাইস চ্যান্সেলর আরও বলেন, শিক্ষক সংকট অনেকাংশেই নিরসন হয়েছে। এখন আমাদের দরকার সবাইকে নিয়ে একটি সমন্বিত প্রচেষ্টা। সেশনজট নিরসনে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও মনোভাবে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
তিনি এ সময় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সেশনজট নিরসনে একযোগে কাজ করার আহ্বান জানান এবং বলেন, রাবিপ্রবিকে একটি সময়নিষ্ঠ, গুণগত ও উদ্ভাবনী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, দিনব্যাপী এই দিবসে নানা আয়োজনের মধ্যে ছিল ডকুমেন্টারি প্রদর্শন, প্রবন্ধ উপস্থাপন, মেমোরি শোকেসিং, ‘স্পিরিট অব দ্য ডে’ প্রোগ্রাম, ফুড ফেস্টিভ্যাল, প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এ বছর প্রথমবারের মতো ‘ডিন’স অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে, যা আগামী বছর থেকে নিয়মিত প্রদান করা হবে বলে জানান ভাইস চ্যান্সেলর। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ (৩৯নং আইন, ১৫ জুলাই ২০০১ সাল) দ্বারা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি একনেক সভায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়। ২০১৫ সালের ৯ নভেম্বর ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হয়। গতকাল রাবিপ্রবি বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়।