
গতকাল বৃহস্পতিবার বিকালে সাড়ে তিনটার দিকে গোপন সংবাদে খাদ্য এবং নিয়ন্ত্রণ অধিদপ্তার ৩০০ গ্রাম গাঁজাসহ এক বিক্রতাকে আটক করেছে। সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদশক বিজয় কুমার মজুমদার জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে পশ্চিম কৈখালী আবুল কাশেমের ছেলে আব্দর রহমান (২৩) ঘরে তালাশি করে তিনশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবং বিক্রেতা আব্দর রহমানকে আটক করা হয়। আটক কৃত আব্দুর রহমান ও উদ্ধার কৃত গাজা শ্যামনগর থানায় হস্তান্তর বরা হয়। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়।