
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবারের নির্বাচন শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক এই তিনটি পদে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন করা হবে। এ তিনটি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নওগাঁ জেলা বিএনপির নির্বাচন প্রধান সমন্বয়ক নির্বাচন পরিচালনা কমিটি ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। আজ সোমবার নওগাঁ কনভেনশন সেন্টারে দুপুর ২টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভাপতি পদে আট পদপ্রার্থীরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক (সনি), জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (ধলু), জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক (নান্নু), জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ হাছান তুহিন, নওগাঁ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস শুকুর, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এসএম মামুনুর রহমান ও জেলা বিএনপির সাবেক সদস্য এবিএম আমিনুর রহমান।
সাধারণ সম্পাদক পদে চারজন পদপ্রার্থীরা হলেন- জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব বায়েজিদ হোসেন (পলাশ), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান (রিপন), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (টুকু) ও আমিনুল ইসলাম (বেলাল)।
এছাড়া সাংগঠনিক সম্পাদকের দুটি পদের জন্য আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, শফিউল আজম রানা, নূর-ই আলম মিঠু, ফরিদুজ্জামান, খায়রুল আলম, শবনম মোস্তারী কলি, সুলতান মামুনুর রশিদ, কামরুজ্জামান কামাল ও জহুরুল হক। শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কনভেনশন সেন্টারে ভোট গ্রহণ হবে। প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে ওই এলাকা।
এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও পোস্টার ও ব্যানার সাটানো হয়েছে। ভোট শেষে কার গলায় উঠবে বিজয়ের মালা তা এখনও দেখার অপেক্ষা। তবে দলের কার্যক্রমে প্রাণ ফেরাতে এবং দলকে সুসংগঠিত করতে নতুন নেতৃত্ব আসবে এমন দাবি সবার।
জেলা কমিটিতে পদপ্রত্যাশী নেতারা ফেসবুকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্ন আশ্বাসের বাণীও শোনানো হয়েছে। অনেকে দলের শীর্ষ পর্যায়ে দৌঁড়ঝাঁপ করেছেন। নওগাঁ জেলা বিএনপির নির্বাচন প্রধান সমন্বয়ক নির্বাচন পরিচালনা কমিটি ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা বলেন- এ তিনটি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ হাজার ৪১৪ জন। জেলার ১১টি উপজেলা ও তিনটি পৌরসভা মিলে মোট ১৪টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন করা হবে। সম্মেলন সফল করার জন্য এরমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম উদ্বোধন করবেন। নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এসএম রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন- রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দনসহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য- ২০১০ সালে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে দলের কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হোন সামসুজ্জোহা খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন। ২০১৫ সালে ওই কমিটি বিলুপ্ত হওয়ার পর সম্মেলনের মাধ্যমে আর কোনো কমিটি গঠন হয়নি। সর্বশেষ ২০২২ সালে আহ্বায়ক কমিটি গঠন হয়। সেখানে আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু ও বায়েজিদ হোসেন পলাশকে সদস্য সচিব করে ৩১ সদস্য অনুমোদিত হয়।