
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মহাসড়কে আবারও অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এতে ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে দুইপাশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ঢাকা-উত্তরবঙ্গ ও বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে যায়। এতে প্রায় ২ ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।