ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পেকুয়ায় ছেলের প্রেমের সম্পর্কের জেরে বাবা খুন, আটক ৩

পেকুয়ায় ছেলের প্রেমের সম্পর্কের জেরে বাবা খুন, আটক ৩

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে গভীর রাতে বাড়িতে ঢুকে জসিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত দেড়টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা মাতবর মুরা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জসিম উদ্দিন ওই এলাকার নুর আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা মুরগির শব্দ নকল করে পরিবারের লোকজনকে দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলামাত্র তারা ঘরে ঢুকে প্রথমে জসিম উদ্দিনের পেটে ছুরিকাঘাত করে, পরে গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে স্থানীয়দের ধারণা। তারা জানান, নিহতের মালয়েশিয়া প্রবাসী ছেলে ইখতিয়ার উদ্দিনের সঙ্গে একই এলাকার মনির আহমদ ওরফে মনুর মেয়ে উর্মির প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি ইখতিয়ারের পরিবার মেনে না নেওয়ায় দুই পরিবারের মধ্যে বিরোধ বাড়তে থাকে, যা হত্যাকাণ্ডে রূপ নিতে পারে। এ ঘটনায় আটকরা হলেন- সেগুনবাগিচা এলাকার মনছুর আলম, জহির আহমদ ও তার ছেলে আতিক। স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। নিহতের ওমান প্রবাসী ছেলে মোহাম্মদ আশিক অভিযোগ করে বলেন, কয়েক মাস আগে উর্মি নামে এক মেয়ে আমার বাড়িতে চলে আসে। তার সঙ্গে আমার ছোট ভাই ইখতিয়ারের প্রেমের সম্পর্ক ছিল। ভাই ছুটিতে এসে বিয়ে করার পরিকল্পনা করেছিল, কিন্তু মেয়ের পরিবার তা মেনে নেয়নি। এ নিয়ে বিরোধের জের ধরেই আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত