ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চিরিরবন্দরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

চিরিরবন্দরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার দিনাজপুর রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি যাত্রীবাহি বাস খাদে পড়ে অল্পের জন্য বেঁচে গেছেন যাত্রীরা।

গতকাল রোববার দুপুরে উপজেলার ফতেজংপুর ইউপির চম্পাতলী বাজারের পূর্বে ঝর্না নার্সারির সামনে দশমাইল হাইওয়ে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, রংপুর থেকে পঞ্চগড়গামী বিআরটিসি একটি যাত্রীবাহি বাস ওইস্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের ধারে খাদে উল্টে পড়ে যায়।

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর থেকে পঞ্চগড়গামী বিআরটিসি যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ধারে খাদে উল্টে পড়ে যায়। এতে কেউ গুরুতর আহত হননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত