
নরসিংদীর বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন প্রতিষ্ঠার দাবিতে বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ নির্বাচন কমিশনে দাখিলকৃত আবেদনের অনুলিপি বিভিন্ন দপ্তরে জমা দিয়েছে। গতকাল রোববার বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ইসলাম উদ্দিন সত্যবাদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বেলাব উপজেলা নির্বাচন অফিস, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দের কাছে আবেদনের অনুলিপি জমা দেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক কাঞ্চন, মো. আলি, পরিষদের অন্যতম নেতা মহসিন সরকার, পরিষদের সদস্য মুফতি আবুল কালাম জাকারিয়া, রেজাউল আলম বিজয়সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। এই প্রতিনিধি দলটি বেলাব উপজেলার জনগণের দীর্ঘদিনের দাবির প্রতিনিধিত্ব করে এবং এই আসন বাস্তবায়নের মাধ্যমে এলাকার উন্নয়ন ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেন। বেলাব উপজেলার ভৌগোলিক, জনসংখ্যাগত এবং প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় এই দাবি বাস্তবায়নের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হয়ে আসছে। পরিষদের সদস্যরা জানান, স্বতন্ত্র সংসদীয় আসন প্রতিষ্ঠিত হলে বেলাবরের জনগণের স্বার্থ আরও কার্যকরভাবে জাতীয় পর্যায়ে উপস্থাপন করা সম্ভব হবে। এই আবেদন জমার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। এই উদ্যোগকে স্থানীয় জনগণ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। পরিষদ আশা প্রকাশ করেছে যে, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবির যৌক্তিকতা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ইসলাম উদ্দিন সত্যবাদি বলেন, বেলাব উপজেলা নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। জনসংখ্যা, অর্থনৈতিক অবকাঠামো ও ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বেলাব একটি স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার সব যোগ্যতা রাখে।