ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজারহাটে গৃহবধূর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

রাজারহাটে গৃহবধূর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার দুধখাওয়া গ্রামে এক গৃহবধূর উপর শ্বশুরবাড়ির লোকজনের অমানবিক নির্যাতনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল টগরাইহাট বাজারে স্থানীয়রা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। অভিযোগ অনুযায়ী, গত ৭ আগস্ট ঝর্ণা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের পর তার যৌনাঙ্গে মরিচের গুড়া ঢেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা ঝর্ণা বেগমকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করান। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০০ সালে ঝর্ণা বেগমের সঙ্গে দুধখাওয়া গ্রামের তছলিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম লালমিয়ার বিয়ে হয়।

রফিকুল ইসলাম প্রথম স্ত্রী ও সন্তানদের রেখে ঢাকায় গিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে রাজারহাট থানার ওসি নাজমুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত