ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণহীন অটোরিকশার ভাড়া

মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণহীন অটোরিকশার ভাড়া

মুন্সীগঞ্জ পৌর শহরে অটোরিকশার ভাড়া নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। চালকরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করলেও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এর ফলে সাধারণ মানুষের জন্য বাড়তি ভাড়া গুণে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে যে, অটো রিকশার জন্য কোনো নির্দিষ্ট ভাড়া তালিকা নেই। চালকরা তাদের ইচ্ছেমতো ভাড়া হাঁকছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

আগে যেখানে ১০ টাকা ভাড়া ছিল, সেখানে এখন ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এমনকি দূরত্ব কম হলেও চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, পৌরসভা এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। বরং যাত্রীদের কোনো অভিযোগ থাকলেও তা গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয় না। এক যাত্রী বলেন, ‘প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় কাজের জন্য যাতায়াত করতে হয়।

কিন্তু এখন যে হারে ভাড়া নেওয়া হচ্ছে, তাতে আমাদের চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে। পৌরসভা যদি নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে এবং কঠোর মনিটরিং চালাতো, তবে এ সমস্যা সমাধান হতে পারতো।’ সন্ধ্যার ৮টার পর ভাড়া দ্বিগুণ বেড়ে যায় । অন্যদিকে, একাধিক অটোরিকশা চালক দাবি করেছেন যে, প্রতিদিন তাদের গাড়ির জমা ৪০০ থেকে ৪৫০ টাকা, চার্জ বিল ১৫০ থেকে ১৬০ টাকা, এবং ট্রাফিক সমস্যার পাশাপাশি রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ার কারণে তারা বাধ্য হয়ে ভাড়া বাড়িয়ে নিচ্ছেন।

শহরের খালিষ্ট এলাকার এক ছাত্রের অভিবাবক ফরিদ বলেন- সকালে ছাত্ররা যখন স্কুলে যায় তখন কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয় অটোরিকশা চালকরা। এ বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সহকারী শহিদুল ইসলাম জানান, ‘অটোরিকশার লাইসেন্স এবং শহরে অটোরিকশা চলাচলে সংখ্যা নির্ধারণ সংক্রান্ত একটি মিটিং চলতি মাসের ১৮ তারিখে নির্ধারণ করা হয়েছে এবিষয়ে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নান মহোদয় অবগত আছেন। তিনি এরইমধ্যে একটি কমিটি করে দিয়েছেন। লাইসেন্স করার কাজটি সম্পন্ন করা হলে। ভাড়া নিয়ন্ত্রণে আনতে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে তখন নিয়মিত মনিটরিং জোরদার করা হবে।’ তিনি আরও জানান, মুন্সীগঞ্জ পৌর শহরে অটো রিকশার ভাড়া নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। চালকরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করার বিষয়ে পৌর কতৃপক্ষ অবগত রয়েছেন। সাধারণ মানুষ দ্রুত কার্যকর পদক্ষেপের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে নির্দিষ্ট ভাড়ার তালিকা প্রকাশ করা হয় এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করা হয়, যাতে যাত্রীদের হয়রানি বন্ধ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত