
রাজবাড়ীর গোয়ালন্দে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের নিজ উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়া এলাকায় একটি দীর্ঘ ইটের রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিলাল প্রামানিক, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, পৌর কৃষক দলের অন্যতম নেতা আলী আকবর সরদারসহ স্থানীয় নেতারা।