
নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে একদিনের নবজাতক চুরি হওয়ার ১২ ঘণ্টা পর ওই নবজাতককে উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। এ সময় নবজাতক চুরি করা ফাতেমা বেগমকে আটক করে পুলিশ। গত রোববার রাত পৌনে ২টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয় বলে জানান নরসিংদী মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক। উদ্ধার নবজাতক শিবপুর উপজেলার শরীফ মিয়া ও মিথিলা দম্পতির সন্তান।
জানা যায়, গত শনিবার বিকালে শহরের বাসাইল এলাকায় অবস্থিত ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়। পরে মা ও নবজাতককে হাসপাতালের কেবিনে রাখা হয়। পরে ওই নবজাতককে গত রবিবার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নিখোঁজ হলে নবজাতকের স্বজন ও হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। নরসিংদী সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, নবজাতক শিশুটি চুরির পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। গোপন তথ্যেরভিত্তিতে রাতে রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক দিন বয়সি নবজাতকসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। পরে রাতেই নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।