
কুড়িগ্রামের ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ লিংকনকে ওএসডি করা হয়েছে। সেইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডিকৃত তত্ত্ববধায়ক ডা. নুর নেওয়াজকে তত্ত্বাবধায়ক পদে স্থলাভিষিক্ত করা হয়েছে। গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়। এতে ডা. মো. শহিদুল্লাহকে গাইবান্ধার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বদলি করা হয়। আগামী ১৭ আগস্ট বদলি হওয়া কর্মস্থলে যোগদান না করলে পরবর্তী কর্মস্থলে তাকে ওই পদ থেকে অবমুক্ত করা হবে বলেও উল্লেখ করা হয়। জানা গেছে, গত ২০২১ সালে ডা. মো. শহিদুল্লাহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে নানা অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। হিদুল্লাহ লিংকনের মুঠোফোনে যোগাযোগ করার বারংবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।