প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৩ আগস্ট, ২০২৫
কুড়িগ্রামে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলা শুরু হয়েছে। মেলায় মোট ২৮টি স্টল বসেছে। গত রোববার কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে ৭ দিনব্যাপী এ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক নুসরাত সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মাহফুজুর রহমান, উপ বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ রংপুরের মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। * আলোকিত বাংলাদেশ