ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি-এই প্রতিপাদ্যে গতকাল মঙ্গলবার সারাদেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, শপথপাঠ, ঋণের চেক-প্রশিক্ষণ সনদ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

ফরিদপুর : জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে সূচনা স্থানে ফিরে আসে। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এএসএম মইনুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, উপসচিব ও জেলা পরিষদ ফরিদপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, আজমীর হোসেন, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ, জুলাই যোদ্ধা কাজী রিয়াজ, সোহেল রানা, আসিবুর রহমান সজল, সংস্কার কল্যাণ সংস্থার সভাপতি সানজাদুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণার্থী সামিয়া আক্তার, অনিন্দ্য বিশ্বাস প্রমুখ। সভায় বক্তারা বলেন- দেশের উন্নয়নে যুব সমাজের অপরিসীম। আজকে যারা যুবক আগামী দিনে তারাই দেশকে নেতৃত্ব দেবে। তাদের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে।

চাঁদপুর : দিবসটি উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা, শপথ গ্রহণ, যুব পুরস্কার, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে যুব দিবসের আলোচনা সভাসহ এসব কর্মসূচির যৌথ আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন- জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কফিল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত।

লক্ষ্মীপুর : দিবসটি উপলক্ষে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠত হয়। এতে বক্তব্য রাখেন- সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি প্রফসের রফিকুল আহসান , সহ সভাপতি হুমায়ুন কবির, শিল্পা তালুকদার, সাবেক সনাক সভাপতি জেডএম ফারুকী, সদস্য আবুল মোবারক ভূঁইয়া, রাজীব হোসেন রাজু,

সুধীর চন্দ্র দাস, রাশেদুল হাসান ক্লাস্টার কো-অর্ডিনেটর চট্টগ্রামে বিভাগের জসিম উদ্দিন, লক্ষ্মীপুর এরিয়া কো-অর্ডিনেটর আবদুর রব প্রমুখ। এ সময় বক্তারা জানান, দেশে নতুন করে সাজাতে তারুণ্যের মতামতকে প্রাধান্য দিতে হবে। এই অগ্রযাত্রায় দেশের যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

নড়াইল : দিবস উপলক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র, পুরস্কার বিতরণ ও বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হয়। নড়াইল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডাক্তার মো. আব্দুর রশিদ, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর নূরনবি, জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপলক্ষে নড়াইল জেলায় ১০ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে বিভিন্ন প্রজাতির ৩৬টি গাছের চারা রোপণ করা হয়।

গোপালগঞ্জ : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ করে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান। পরে যুবউন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৮০ জনের মধ্যে সনদ ও ৩৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন অতিথিরা। এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিরসনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান আয়োজকরা।

বীরগঞ্জ : দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দীন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফজল ইবনে কাওছার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর, উপজেলা সমবায় কর্মকর্তা আহাদ আলী মন্ডল এবং উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ।

হোসেনপুর : কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর হোসেনপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়। এ সময় অনুষ্ঠান সঞ্চালনায় ও সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোফাজ্জল হক। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী নাহিদ ইভা। এছাড়া, বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

নবীনগর : ব্রাহ্মবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। সভাপতিত্ব করেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য দেন- সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবু শংকর কর্মকার।আলোচনা সভায় বক্তব্য রাখেন- নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রাণী ভট্টাচার্য, স্থানীয় এনজিও হোপের নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান, জেলা বিএনপি সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, মুখলেছুর রহমান, ইসলামী আন্দোলন সভাপতি মৌলানা জসিম উদ্দিন, উপজেলা এনসিপি নেতা আলমগীর হোসেন, যুব প্রতিনিধি বিউটি আক্তার ও জাকির হোসেন প্রমুখ।

কেন্দুয়া : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ, সনদপত্র ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।আলোচনা সভায় বক্তব্য রাখেন- উদ্যোক্তা জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, সাংবাদিক মনজুরা আলম, উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমিরুল হক মল্লিক, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী, উপজেলা জামায়াতের আমির সাদেকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান প্রমুখ।

পটিয়া : সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। গতকাল ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এরিয়া কোঅর্ডিনেটর এজিএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- পটিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাব উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন- ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ মহী উদ্দিন মুকুল, সনাক সদস্য মোহাম্মদ শাহ আলম খোকন, ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের সদস্য মুহাম্মদ ইব্রাহীম আজাদ।

হাটহাজারী : উপজেলা পরিষদ সমে¥লেন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

শুরুতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি। পরে প্রধান অতিথি বিভিন্ন যুব সংগঠনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, আলিফ হাসপাতালের চেয়ারম্যান জসিম উদ্দিন বাবুল, উজ্জীবন ক্লাবের সাবেক সভাপতি মো. মহিউদ্দিন, জাগৃতির সভাপতি মো. ওসমান, কামালপাড়া যুব সংঘের সভাপতি মো. ওসমান গনি ও উজ্জীবন ক্লাবের সাবেক সম্পাদক মো. হেলাল উদ্দিন।

ঈশ্বরগঞ্জ : ময়মনসিংহের ইশ্বরগঞ্জে উপজেলা ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) ঈশ্বরগঞ্জ শাখার সহযোগিতায় দিবসটি পালিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

এতে সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় শুরুতে সভাপতি স্বাগত বক্তব্য দেওয়ার পর বিভিন্ন সংগঠনক ও যুবকদের শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মনজুরুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা সাকিবুজ্জামান সাকিব প্রমুখ।

গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুর হায়দার, উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন ও উপজেলা পাট কর্মকর্তা নিজাম উদ্দীন।

সাঘাটা : গাইবান্ধার সাঘাটায় আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাঘাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ আলী, জামাতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মঈন প্রধান লাবু, জাময়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক এনামুল হক সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, এনসিপির উপজেলা সভাপতি আতাউর রহমান মুকুল প্রমুখ।

কাউখালী : পিরোজপুরে কাউখালীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, শপথবাক্য পাঠ, সনদপত্র ও যুবদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয় । র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাউখালী থানার ওসি মো. সোলায়মান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, এনামুল হক, যুব উদ্যোক্তা হারুন অর রশিদ, নাসরিন ইয়াসমিন প্রমুখ।

ধামরাই : ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, ক্রীড়া সামগ্রী, গাছের চারা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ধামরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত